সন্ত্রাসী মামুনকে লক্ষ্য করে ‘প্রতিপক্ষের’ গুলি, মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ
চিত্রনায়ক সোহেল চৌধুরী এবং সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ভাই শহীদ সাঈদ আহমেদ টিপু হত্যা মামলার আসামি তারিক সাঈদ মামুনকে (৫৪) লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানোর পরে কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।
সে সময় ওই এলাকা দিয়ে যাওয়া এক মোটরসাইকেল আরোহী গুলিবিদ্ধ এবং একজন পথচারী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'গতকাল রাত ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের সিটি পেট্রল পাম্প ও বিজি প্রেসের মাঝামাঝি এলাকায় মূল সড়কে হামলার ঘটনা ঘটে।'
'ওই পথ দিয়ে যাওয়ার সময় আরিফুল হক (৩০) ও ভুবন চন্দ্র শীল (৫২) নামে দুই জন আহত হয়েছেন। মোটরসাইকেল আরোহী ভুবন চন্দ্র শীলের মাথায় গুলি লেগেছে। তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। বর্তমানে তিনি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন। সন্ত্রাসী মামুন বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন,' বলেন মাজহারুল।
পুলিশ জানায়, হামলাকারীরা চারটি মোটরসাইকেলে এসে মামুনকে বহনকারী প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালায়। মামুন প্রাইভেটকার থেকে বের হয়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে।
মাজহারুল আরও বলেন, '২৬ বছর জেল খেটে তিন মাস আগে জামিনে বের হয়ে আবারো সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছিলেন মামুন। ইমন গ্রুপের সঙ্গে তার দ্বন্দ্ব ছিল।'
ভুবন চন্দ্র শীলের আত্মীয় জয়ত্রী রানী ডেইলি স্টারকে জানান, 'ভুবন পপুলার হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।'
Comments