ঝিকরগাছায় ৪ কেজি ৬০০ গ্রাম স্বর্ণের বারসহ ২ চোরাকারবারি আটক

যশোরের ঝিকরগাছায় দুই স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪ কেজি ৬০০ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।
আটক স্বর্ণ চোরাকারবারি শাহিন আলম ও মাসুম বিল্লাহ। ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় দুই স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪ কেজি ৬০০ গ্রাম ওজনের ১০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।

পুলিশ জানায়, আজ শনিবার রাত সাড়ে ৮টার দিকে যশোর-ছুটিপুর সড়কের কায়েমকোলা বাজার থেকে তাদের আটক করা হয়।

আটক শাহিন আলম যশোর সদরের বালিয়া ভেকুটিয়া গ্রামের আবু বক্কারের ছেলে ও মাসুম বিল্লাহ ঝিনাইদহের মহেশপুরের গোপালপুর গ্রামের শাহাজাহান আলীর ছেলে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত দ্য ডেইলি স্টারকে বলেন, 'ছুটিপুর সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের খবর পেয়ে কায়েমকোলা বাজারে টহলে থাকে পুলিশ। পরে সীমান্তগামী একটি মোটরসাইকেল থামিয়ে তাদের আটক করে পুলিশ। এসময় তাদের শরীর তল্লাশি করে চার কেজি ওজনের চারটি ও ৬০০ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা হয়েছে।'

কায়েমকোলা বাজারে পুলিশের অভিযানকালে ঝিকরগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এ কে এম মামুনুর রশিদ উপস্থিত ছিলেন।
 

Comments