ফেনীতে সংঘবদ্ধ ধর্ষণ, স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ গ্রেপ্তার ২
ফেনীর সোনাগাজীতে এক কিশোরীকে (১৫) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তারা হলেন সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন (৪৫) ও তার নিয়োগ করা ট্রাক্টরচালক মো. রিয়াদ (২৮)।
পুলিশ জানায়, গতকাল শনিবার বিকেলে এক কিশোরী থানায় হাজির হয়ে উপজেলার চর দরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী এলাকার বাসিন্দা ইমাম হোসেন ও তার ট্রাক্টর চালক রিয়াদের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ করে।
খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে ওই কিশোরীর পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন। পরে জিজ্ঞাসাবাদের জন্য ইমাম হোসেন ও তার ট্রাক্টর চালক রিয়াদকে আটক করে থানায় নিয়ে যান।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম বলেন, 'থানায় এনে জিজ্ঞাসাবাদের পর ওই কিশোরীর বাবা তাদের ২ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।'
জানতে চাইলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফারুক হোসেন বলেন, 'সাধারণ সম্পাদক ইমাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি ইমাম হোসেন নির্দোষ ও ষড়যন্ত্রের শিকার হয় তাহলে তাকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নেব।'
Comments