কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চাচাতো ভাই গ্রেপ্তার, পলাতক ২

ঢাকার সাভারের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তার চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আরও ২ কিশোর পলাতক।
স্টার অনলাইন গ্রাফিক্স

ঢাকার সাভারের এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তার চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আরও ২ কিশোর পলাতক।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা আজ মঙ্গলবার দুপুরে দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গতরাত ১১টার দিকে ওই কিশোরীর মা থানায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা করেন। মামলার পর প্রধান আসামি কিশোরীর চাচাতো ভাইকে গ্রেপ্তার করা হয়। তাকে আজ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।'

মামলার বরাত দিয়ে ওসি বলেন, 'গত শনিবার দুপুরে ওই কিশোরীকে মানিকগঞ্জের সিঙ্গাইরে নিয়ে তার চাচাতো ভাই ও দুই সহযোগী ধর্ষণ করে। পরে রাতে তাকে সাভারে বাসার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে পরিবার বিষয়টি পুলিশকে জানায়।'

মামলার অপর দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং ওই কিশোরীকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান ওসি।
 

Comments