ফ্ল্যাটে স্বামী-স্ত্রী-সন্তানের মরদেহ: গাজীপুর থেকে গ্রেপ্তার ২

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি ফ্ল্যাটে পোশাকশ্রমিক দম্পতি মোক্তার হোসেন (৫০) ও শাহিদা বেগম (৪০) এবং তাদের ছেলে মেহেদী হাসান জয়কে (১২) হত্যার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
গাজীপুরের শফিপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে আজ সোমবার রাত ১০টায় জানিয়েছে র্যাব।
র্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, আগামীকাল সকাল ১১টায় কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
গ্রেপ্তার দুইজন হলেন সাগর আলী ও তার স্ত্রী ইশিতা বেগম।
বিষয়টি নিয়ে জানতে চাইলে র্যাব-৪ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান ডেইলি স্টারকে বলেন, 'ট্রিপল মার্ডারের ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে। বিষয়টি আমরা মিডিয়া উইংয়ে রিপোর্ট করেছি। সেখান থেকে বিস্তারিত জানানো হবে।'
এর আগে দুর্গন্ধ পেয়ে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে আশেপাশের বাসিন্দারা দরজায় ধাক্কা দিলে ওই ফ্ল্যাটের দরজা খোলা পান। ভেতরে ঢুকে তারা দেখেন, ঘরের বিছানার ওপর শাহিদা ও জয়ের রক্তাক্ত গলাকাটা অর্ধগলিত মরদেহ পড়ে আছে। বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে পাশের আরেকটি কক্ষে মোক্তারের মরদেহ পাওয়া যায়।
Comments