আশুলিয়ায় ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী-সন্তানের মরদেহ উদ্ধার
ঢাকার সাভারের আশুলিয়ায় বহুতল ভবনের একটি ফ্ল্যাট থেকে স্বামী, স্ত্রী ও তাদের ছেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) জোহাব আলী দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে জামগড়া ফকির বাড়ির মোড় এলাকার একটি ৬ তলা বাড়ির চতুর্থ তলার ফ্ল্যাট থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, তাদের তিন জনকে দুই বা তিন দিন আগে গলাকেটে হত্যা করা হয়েছে।
নিহতরা হলেন—ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার লোহাগড়া গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৫০), তার স্ত্রী শাহিদা বেগম (৪০) এবং তাদের ছেলে মেহেদী হাসান জয় (১২)।
জানা গেছে, স্বামী ও স্ত্রী দুজনেই আশুলিয়ায় পোশাক কারখানায় চাকরি করতেন।
জোহাব আলী বলেন, 'দুর্গন্ধ পেয়ে আশেপাশের বাসিন্দারা দরজায় ধাক্কা দিলে ফ্ল্যাটের দরজা খোলা পান। ভেতরে ঢুকে তারা দেখেন, ঘরের বিছানার ওপর মা ও ছেলের রক্ত মাখা গলাকাটা অর্ধগলিত মরদেহ পড়ে আছে। আমাদেরকে বিষয়টি জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে একটি কক্ষে বিছানার ওপর মা ও ছেলের এবং পাশের আরেকটি কক্ষে স্বামীর মরদেহ পাই। তাদের শরীরের পচন থেকে অনুমান করা হচ্ছে যে দুই থেকে তিন দিন আগে তাদের হত্যা করা হয়েছে।'
Comments