ইলিশ ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় জেলেকে গুলি করে হত্যা

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সীমানাধীন পদ্মা নদীর চরে ইলিশ মাছ ছিনিয়ে নিতে গিয়ে বিবাদে ১ জেলেকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত জেলের নাম রুবেল সরদার (২৫)। তিনি লৌহজং উপজেলার জশলদিয়া গ্রামের বাবু সরদারের ছেলে।
আজ রোববার রাত ৭ টার দিকে নুরু বয়াতির চর হিসেবে পরিচিত পদ্মার চরে এই গুলির ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ডেইলি স্টারকে বলেন, 'মুন্সিগঞ্জ থেকে গুলিবিদ্ধ একজনকে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।'
প্রত্যক্ষদর্শী নুরু বয়াতি জানান, গতকাল শনিবার বিকেলে খোকন মেম্বারের ছেলে রিয়াদ ১০ থেকে ১৫ জনকে নিয়ে চরে এসে জেলেদের কাছ থেকে ইলিশ মাছ ছিনিয়ে নিতে চাইলে কামারগাও এলাকার খালেক সারেংয়ের ছেলে তাতে বাধা দেয়। এর সূত্র ধরে রিয়াদ খালেক সারেং এর বাড়িতে হামলা ও ভাঙচুর করে।
রোববার বিকেলে রিয়াদ লোকজন নিয়ে আবার মাছ ছিনতাই করতে গেলে জেলেরা বাধা দেয়। একপর্যায়ে রিয়াদ তার কাছে থাকা পিস্তল দিয়ে রুবেলের বুকে গুলি করে। গুলিবিদ্ধ রুবেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। গুলি করার পরপরই রিয়াদ তার লোকজন নিয়ে চর থেকে চলে আসে।'
'এই ঘটনার পর থেকে অভিযুক্ত রিয়াদ পলাতক রয়েছে', বলেন তিনি।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়েবীর বলেন, 'ঢাকা মেডিকেল কলেজে একজন মারা গেছে বলে শুনেছি। আমরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছি। পরে বিস্তারিত বলতে পারব।'
উল্লেখ্য, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে সারাদেশে ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে এবং শেষ হবে ২ নভেম্বর।
Comments