গাজীপুরে যানজটে আটকে থাকা যাত্রীবাহী বাসে আগুন

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ সোমবার সন্ধ্যা ৮টার কিছু সময় পর ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
গাজীপুর মহানগরের বাসন থানার ওসি আবু সিদ্দিক দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
স্থানীয়রা জানান, কোনাবাড়ী থেকে গাজীপুর চান্দনা চৌরাস্তাগামী অনাবিল পরিবহনের একটি বাস যানজটে পড়েছিল। বাসটি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে দাঁড়িয়ে ছিল। সেসময় গাড়িতে ৩ জন যাত্রী ছিল। হঠাৎ ৮/১০জন লোক যানজটে থাকা বাসে উঠে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এসময় বাসে থাকা চালক ও যাত্রী দ্রুত নেমে যাওয়ার কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ওসি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments