কালীগঞ্জে কাভার্ডভ্যানে আগুন

গাজীপুরের কালীগঞ্জে একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
তৃতীয় দফায় বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতিকুর রহমান বলেন, 'গলান এলাকায় ভোর ৫টার দিকে দুর্বৃত্তরা একটি কাভার্ডভ্যানে আগুন দিয়ে পালিয়ে যায়। কাভার্ডভ্যানটি ফ্রেশ কোম্পানির পণ্য পরিবহন করে গাজীপুরের দিকে যাচ্ছিল।'
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, 'ফায়ার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যেই কাভার্ডভ্যানের গ্লাস ভেঙে যায় এবং সামনের অংশ ও সিট পুড়ে যায়। এতে কাভার্ডভ্যানে থাকা মিস্ত্রি এবং চালকের সহকারী আহত হয়েছেন।'
আজ সকাল ৭টার দিকে গাজীপুরের কাপাসিয়া তরগাও রূপনগর পালকির সামনে ঢাকা-কিশোরগঞ্জ মহসড়কে টায়ার জ্বালিয়ে আগুন দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
Comments