পুলিশ হত্যা মামলায় বিএনপি নেতা গোলাম মোস্তফা গ্রেপ্তার

রাজধানীতে গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের সময় পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় বিএনপির ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল বৃহস্পতিবার রাতে তাকে আশুলিয়ার নবীনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব এক বিবৃতিতে জানিয়েছে।
এতে বলা হয়েছে, 'গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টন এলাকায় নৃশংসভাবে পিটিয়ে পুলিশ সদস্য হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক ও সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।'
গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে পুলিশ সদস্য আমিরুল হক পারভেজকে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় ২৯ অক্টোবর রাজধানীর পল্টন থানায় পুলিশের উপ-পরিদর্শক মাসুক মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেন। মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীরসহ ১৬৪ জনকে আসামি করা হয়।
এদিকে নাশকতার মামলায় কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম পলকে গ্রেপ্তার করেছে র্যাব ১০।
Comments