খিলক্ষেতে ছুরিকাঘাতে পুলিশের এএসআই আহত

crime scene
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেত এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশের একজন সহকারী উপপরিদর্শক (এএসআই) আহত হয়েছেন।

তার নাম মফিজুল ইসলাম (৪০)। সোমবার রাত ৮টার দিকে খিলক্ষেত কুড়াতলী এক্সপ্রেসওয়ের নিচে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খিলক্ষেত থানার উপ পরিদর্শক (এসআই) মো. সুলতান আলী জানান,  মফিজুল ইসলাম খিলক্ষেত থানায় কর্মরত। আজকে ৩০০ ফিট এলাকায় চেকপোস্টের ডিউটি ছিল। সেখানে ডিউটি শেষ করে থানায় ফিরছিলেন। তিনি কুড়াতলী এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে পায়ে হেঁটে থানায় যাচ্ছিলেন। এসময় ৪ থেকে ৫ জন যুবক তার মাথায় পিঠে ও বাম পাজরে কয়েকটি ছুরিকাঘাতে  করে পালিয়ে যায়। ঘটনার সময় তিনি পুলিশের পোশাক পরা ছিল।

বিস্তারিত ঘটনাগুলো তদন্ত করে দেখা হচ্ছে।

 'ওই এলাকায় আমার ডিউটি ছিল। ডিউটি শেষ করে থানার যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় লোক মারফত খবর পাই মফিজুল রক্তাক্ত অবস্থায় পড়েছিল। দ্রুত ঘটনাস্থলে গিয়ে মফিজুলকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। বিস্তারিত ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

PSC announces major changes to ease BCS recruitment process

The PSC chairman says they want to complete the entire process — from prelims to recruitment — in 12 months

3h ago