২ বিচারপতিকে নিয়ে কটূক্তির অভিযোগে বিএনপিপন্থি ৭ আইনজীবীকে তলব

জয় বাংলা স্লোগান নিয়ে সুপ্রিম কোর্টের রায়
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

সুপ্রিম কোর্টের দুই বিচারপতিকে নিয়ে 'অবমাননাকর' মন্তব্য করার অভিযোগে বিএনপিপন্থি সাত আইনজীবীকে আগামী ১৫ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ বুধবার আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, আগামী ১৫ জানুয়ারি বিএনপিপন্থি সাত আইনজীবীকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে ভূমিকা ব্যাখ্যা করতেও নোটিশ দেওয়া হয়।

ওই সাত আইনজীবী হলেন—মো. কায়সার কামাল, আবদুল জামিল মোহাম্মদ আলী, ফাহিমা নাসরিন, মো. আবদুল জব্বার ভূঁইয়া, মো. রুহুল কুদ্দুস কাজল, মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও গাজী কামরুল ইসলাম সজল।

গত ২৯ আগস্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুই বিচারপতিকে নিয়ে মন্তব্য করায় ওই সাত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা ও শাস্তির আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী নাজমুল হুদা তার আইনজীবী নাহিদ সুলতানা যুথির মাধ্যমে সুপ্রিম কোর্টে রিটটি দাখিল করেন।

রিট আবেদনে বলা হয়, সংবাদ সম্মেলনে বিএনপিপন্থি সাত আইনজীবী সুপ্রিম কোর্টের দুই বিচারপতিকে বিচারিক দায়িত্ব পালন থেকে বিরত রাখার দাবি জানিয়ে বলেন, অন্যথায় তারা ৪৮ ঘণ্টা পর বিচারকদের পদত্যাগের দাবিতে নতুন কর্মসূচি পালন করবেন।

গত ১৫ আগস্ট সুপ্রিম কোর্ট আয়োজিত এক আলোচনা সভায় সুপ্রিম কোর্টের দুই বিচারপতি 'শপথবদ্ধ রাজনীতিবিদ' বলে মন্তব্য করায় বিএনপিপন্থি আইনজীবীরা ওই দাবি তোলেন।

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

9h ago