আশুলিয়ায় বাসে আগুন

এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
বাসে আগুন
প্রতীকী ছবি

সাভারের আশুলিয়া থানা এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে আশুলিয়ায় বরুইপাড়ায় সাভার পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাভার পরিবহনের একটি বাসে আগুন লাগার তথ্য পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় এবং আগুন নিভিয়ে ফেলে।

তবে এ ঘটনায় কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

Comments