শাহজালালে ৭ কেজি স্বর্ণসহ ৪ যাত্রী গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এনএসআই ও ঢাকা কাস্টমসের অভিযানে ৬ কেজি ৯৫৬ গ্রাম স্বর্ণসহ ৪ যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি জানান বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

গ্রেপ্তার ৪ জন হলেন জসীম উদ্দিন, লিটু মিয়া, মোহাম্মদ জুম্মন খান ও মো. আলী হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান,আলী হোসেন ইউএস বাংলা এয়ারলাইন্সে করে এবং জসীম উদ্দিন, লিটু মিয়া এবং জুম্মন খান এমিরেটস এয়ারলাইন্সে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন।

তারা বিমানবন্দরে অবতরণ করার পর এপিবিএন, এনএসআই ও কাস্টমস যৌথ আভিযান পরিচালনা করে। অভিযানে ৪ জনকে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়। পরে উত্তরার একটি ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে এক্সরে করলে তাদের শরীরে স্বর্ণ পাওয়া যায়।

তিনি আরও জানান, আলী হোসেনের কাছ থেকে ১ কেজি ৯৪ গ্রাম, জসীম উদ্দিনের কাছ থেকে ২ কেজি ১৬৪ গ্রাম, জুম্মন খানের কাছ থেকে ১৫৩৪ গ্রাম এবং লিটু মিয়ার কাছ থেকে ২১৬৪ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Why 1971 still casts a shadow in Bangladesh-Pakistan relations

The truth of the 1971 remains buried in denial, distortion, and evasion

2h ago