আদম তমিজী হক গ্রেপ্তার, ডিবি কার্যালয়ে চলছে জিজ্ঞাসাবাদ

ডিবি কার্যালয়ে নেওয়া হচ্ছে আদম তমিজী হককে। ছবি: স্টার

ব্যবসায়ী আদম তমিজী হককে বাংলাদেশে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য।

আজ শনিবার রাত ১০টার দিকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি প্রধান হারুন-অর-রশিদ গণমাধ্যমকে বলেন, 'আদম তমিজী হকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা আছে। লাইভে এসে বাংলাদেশের পাসপোর্ট পোড়ানোসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।'

তিনি বলেন, 'আদম তমিজী হক মানসিকভাবে অসুস্থ হয়ে থাকলে চিকিৎসার জন্য তাকে রিহ্যাবে পাঠানো হবে। সুস্থ করে এনে তাকে আবার জিজ্ঞাসাবাদ করা হবে। আর তিনি যা করেছেন তা যদি সুস্থ মস্তিষ্কে করে থাকেন, তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

ডিবি কার্যালয়ে ঢোকার সময় গণমাধ্যমের প্রশ্নের জবাবে আদম তমিজী হক বলেন, 'আমাকে খুব রেসপেক্ট দিয়ে নিয়ে আসা হয়েছে। আমি ভেরি হ্যাপি উইথ দ্য গভমেন্ট অব বাংলাদেশ। আমাকে অনেক সম্মান দিয়ে নিয়ে আসা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Iran launches fresh wave of attacks on Israel: state TV

"New round of Honest Promise 3 attacks," state television reported, referring to the name of the Iranian military operation against Israel

26m ago