অপরাধ ও বিচার

নো-ম্যানস ল্যান্ডে পোঁতা ছিল ২১ লাখ ভারতীয় রুপি, উদ্ধার করল বিজিবি

রুপিগুলো পলিথিন দিয়ে মুড়িয়ে মাটিতে পুঁতে রাখা হয়েছিল।
নো-ম্যানস ল্যান্ডে পোঁতা ছিল ২১ লাখ ভারতীয় রুপি, উদ্ধার করল বিজিবি
উদ্ধার হওয়া ভারতীয় রুপি | ছবি: সংগৃহীত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় থাকা ২১ লাখ ২৫ হাজার ৫০০ ভারতীয় রুপি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার বিকেলে উপজেলার সিংগীমারী এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে বাংলাদেশ অংশ থেকে ভারতীয় রুপি উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, রুপিগুলো পলিথিন দিয়ে মুড়িয়ে মাটিতে পুঁতে রাখা হয়েছিল। এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিজিবি আরও জানায়, এদিন বিকেলে ওই এলাকার স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম ও তার স্ত্রী অঞ্জনা বেগমকে নো-ম্যানস ল্যান্ডে ঘোরাফেরা করতে দেখেছিলেন সিংগীমারী বিওপি ক্যাম্পের টহল দলের সদস্যরা। তাদের তল্লাশি করে কিছু না পেয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। পরে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় তল্লাশি ভারতীয় ‍রুপি পায়।

৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়ন-২ এর অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম গণমাধ্যমকে বলেন, উদ্ধার হওয়া ভারতীয় রুপি লালমনিরহাট ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। কারা এই অর্থ মাটিতে পুঁতে রেখেছিল সে ব্যাপারে অনুসন্ধান চালাচ্ছে বিজিবি।

Comments