সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ডিজিটাল নিরাপত্তা আইনে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের করা মামলায় সাংবাদিক ইলিয়াস হোসেনের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার এক আদালত।
সাংবাদিক ইলিয়াস হোসেন। ছবি: সংগৃহীত

ডিজিটাল নিরাপত্তা আইনে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদারের করা মামলায় সাংবাদিক ইলিয়াস হোসেনের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার এক আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ অভিযোগ গঠন করেন।

তবে একই মামলার অভিযোগ থেকে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের ভাই মো. হাবিবুর রহমান লাবুকে অব্যাহতি দিয়েছেন আদালত।

এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৮ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। 

গ্রেপ্তার এড়াতে ইলিয়াস বিদেশে চলে যাওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছেন আদালত।

এর আগে, গত বছরের ২৫ জুলাই বাবুল আক্তার ও তার বাবা আবদুল ওয়াদুদ মিয়াকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি দেন একই আদালত।

ধানমন্ডি থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. রবিউল ইসলাম গত ১৯ এপ্রিল ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলার চার্জশিট দাখিল করেন।

সেসময় চার্জশিটে ইলিয়াস হোসেনকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন তিনি।

মিতু হত্যা মামলা নিয়ে মিথ্যা ও অসত্য তথ্য ছড়ানোর অভিযোগে ২০২২ সালের ২৭ সেপ্টেম্বর পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার ধানমন্ডি থানায় বাবুল আক্তারসহ ৪ জনের বিরুদ্ধে মামলাটি করেন।

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের জিইসি মোড়ে ছুরিকাঘাত ও গুলি করে হত্যা করা হয় মিতুকে।

Comments