রূপগঞ্জ

‘পুলিশ পরিচয়ে’ সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির অভিযোগ

মঙ্গলবার ভোরে রূপগঞ্জের সুলতানা কামাল সেতু ও তারাব বিশ্বরোড মোড়ের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় 'পুলিশ পরিচয়ে' সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। 

আজ মঙ্গলবার ভোরে সুলতানা কামাল সেতু ও তারাব বিশ্বরোড মোড়ের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ সার্কেল) আবির হোসেন দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী ফাহিমা সন্তানসহ সৌদি আরব থেকে মঙ্গলবার রাত আড়াইটার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। স্বজনরা বিমানবন্দরে তাদের নিতে আসেন। 

ফাহিমা ডেইলি স্টারকে বলেন, 'এয়ারপোর্ট থেকে চাঁদপুরে গ্রামের বাড়ি যাওয়ার পথে ডেমরার সুলতানা কামাল সেতু পার হওয়ার পর তারাব বিশ্বরোড মোড়ের আগে সিগন্যাল দিয়ে আমাদের গাড়ি থামায় ৮-১০ জনের একটি দল। পুলিশ পরিচয় দিয়ে তারা আমাদের পাসপোর্ট চেক করতে চায়। পরে তারা আমাদের গাড়ির ভেতরে বসিয়ে রেখে ব্যাগগুলো ছিনিয়ে নেয় এবং চেকিংয়ের কথা বলে ব্যাগের ভেতরে থাকা স্বর্ণালঙ্কার, টাকা নিয়ে গাড়িতে করে চলে যায়।'

পুলিশ কর্মকর্তা আবির হোসেন ডেইলি স্টারকে বলেন, 'ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনার সঙ্গে যুক্ত লোকজন নিজেদের পুলিশ পরিচয় দিয়েছে এবং তাদের পরনে রিফ্লেক্টিং ভেস্ট ছিল। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। আসামিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।'

Comments