বইমেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মতো বইয়ের বিরুদ্ধে পুলিশ ‘ব্যবস্থা নেবে’

বইমেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মতো বইয়ের বিরুদ্ধে পুলিশ ‘ব্যবস্থা নেবে’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

বইমেলায় আইন-শৃঙ্খলার জন্য ক্ষতিকর বা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার মতো বইয়ের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

অমর একুশে গ্রন্থমেলা ২০২৪ উপলক্ষে নেওয়া নিরাপত্তা ব্যবস্থা আজ বুধবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, 'এখানে যে বইগুলো থাকবে সেটি মূলত বাংলা একাডেমি বা মেলা কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া যদি এমন কোনো কিছু এখানে আসে; কোনো বই প্রকাশিত হয় যেটা আইন-শৃঙ্খলার জন্য ক্ষতিকর বা ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার জন্য যদি কোনো কিছু হয়ে থাকে, যেটি আমাদের বাংলাদেশের প্রচলিত আইন বিরোধী—সেটির জন্য অবশ্যই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।'

কোনো বইয়ে সমাজ বা রাষ্ট্রবিরোধী কিছু আছে কি না সেটি দেখার জন্য ডিএমপিতে কোনো ব্যবস্থা আছে কি না জানতে চাইলে হাবিবুর রহমান গণমাধ্যমকর্মীদের বলেন, 'এটি বাংলা একাডেমি কর্তৃপক্ষ করে থাকে। যদি এমন কোনো বিষয় পাঠকের নজরে আসে এবং সেটি পত্রপত্রিকায় প্রকাশিত হয় বা এটা নিয়ে কোনো সমালোচনা হয় তখন ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পর্যবেক্ষণ করা এবং যদি প্রয়োজন হয়, আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।'

তিনি আরও বলেন, 'এই মেলা একটি অসাম্প্রদায়িক আয়োজন। এই মেলাকে ঘিরে আমরা বিভিন্ন সময় দেখেছি যে, হুমকির মধ্যে পড়তে হয়েছে। আমাদের অতীত কিছু রয়েছে; নাশকতামূলক কার্যক্রম অথবা জঙ্গি তৎপরতা—সেই বিষয়টি মাথায় রেখে আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে।'

বইমেলাকে ঘিরে কোনো সুনির্দিষ্ট হুমকি নেই বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Students’ unions: Legal bars, admin delays stall polls in many universities

Of 56 public universities across the country, only seven have the legal provision for a central students' union

4h ago