নরসিংদীতে ধর্ষণ মামলায় পুলিশ সদস্য কারাগারে

নরসিংদীর রায়পুরায় ধর্ষণের অভিযোগে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ইমন (২৮) কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানায় কর্মরত। তার বাড়ি রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গ্রামে।
স্টার অনলাইন গ্রাফিক্স

নরসিংদীর রায়পুরায় ধর্ষণের অভিযোগে এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া ইমন (২৮) কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানায় কর্মরত। তার বাড়ি রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান গ্রামে।

রোববার রাতে ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ সোমবার সকালে তাকে আসামি করে ধর্ষণের মামলা করা হয়। বিকেলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রায়পুরার হাজারীবাড়ী এলাকায় একটি বাড়ি থেকে ইমনকে আটক করে থানায় খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগে বলা হয়, ইমন তাকে আগেও বিভিন্ন সময় ধর্ষণ করেছে। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তাকে আটক করে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন পলাশ বলেন, 'গতকাল রবিবার রাত ১টার দিকে ভুক্তভোগীদের বাড়ি থেকে অভিযুক্ত পুলিশ সদস্য ইমনকে থানায় আনা হয়। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।'

Comments