প্রীতি উরাংয়ের মৃত্যু: আশফাকুল হক ও স্ত্রীর জামিন আবেদন নামঞ্জুর
রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবন থেকে পড়ে কিশোরী গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় করা মামলায় দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।
আজ মঙ্গলবার আসামিপক্ষের আইনজীবীর জামিন আবেদনের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা চন্দ এ আদেশ দেন।
এর আগে, গত পরশু চার দিন রিমান্ড শেষে পুলিশের গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোহাম্মদ শরিফুল ইসলাম আশফাকুল হক ও তার স্ত্রীকে আদালতে হাজির করলে, আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৩ ফেব্রুয়ারি পুলিশ তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করলে, আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৬ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে ওই দম্পতির ফ্ল্যাটের অষ্টম তলার জানালা দিয়ে পড়ে গৃহকর্মী প্রীতি উরাং (১৫) মারা যান।
ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে আশফাকুল ও তানিয়াকে হেফাজতে নেয় পুলিশ।
নিহতের পরিবার বাদী হয়ে অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় দণ্ডবিধির ৩০৪ (ক) ধারায় মামলা করলে ৭ ফেব্রুয়ারি তাদের আদালতে হাজির করে পুলিশ।
সেদিন পুলিশ তাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে, আদালত পুলিশকে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়ে কারাগারে পাঠান এবং তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেন।
প্রায় ছয় মাস আগে ওই ফ্ল্যাট থেকে সাত বছর বয়সী আরেক শিশু গৃহকর্মী একই জায়গা দিয়ে পড়ে আহত হয়।
ওই ঘটনায় ওই শিশুর পরিবার শিশু আইনের ৭০ ধারায় মামলা করলেও, অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি উল্লেখ করে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেয়।
Comments