টঙ্গীর সাবেক ওসি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
গাজীপুরের টঙ্গী থানার সাবেক ওসি (বর্তমান এএসপি) ও স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুর্নিতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা তৎসহ মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ধারা ও দন্ডবিধির ১০৯ ধারায় মামলা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় দুদক গাজীপুর জেলা উপ-পরিচালক বায়েজিদ খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।
তিনি বলেন, 'মামলা দুটি করেছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিম মিয়া। মামলায় ঘটনার সময়কাল দেখানো হয়েছে ২০১৯ সালের ৪ জুলাই।'
মামলায় আসামিরা হলেন, গাজীপুরের টঙ্গী থানার সাবেক ওসি গাজী রুহুল ইমাম। তিনি বর্তমানে পদোন্নতি পেয়ে বর্তমানে পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত। তিনি বাগেরহাট জেলার সদর থানার হরিনখানা এলাকার মৃত গাজী আব্দুর রহমানের ছেলে। বর্তমানে রাজধানীর উত্তরায় বসবাস করেন। অপর মামলায় আসামি তার স্ত্রী আসমাউল হুসনা উল্কা।
মামলায় আসমাউল হুসনা উল্কার বিরুদ্ধে মোট ৫০ লাখ ৩১ হাজার ৮৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
Comments