পটুয়াখালীতে ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতাসহ ২ জন কারাগারে
পটুয়াখালীর বাউফলে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতাসহ দুইজনকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন।
তিনি জানান, ধর্ষণের অভিযোগে করা মামলার পরিপ্রেক্ষিতে রোববার বিকেলে বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুজন হাওলাদার (২৪) ও অটোরিকশাচালক রাজিব হাওলাদারকে (২২) গ্রেপ্তার করা হয়। পরে আজ তাদের বাউফল উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে দুজনকেই কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
Comments