জামালপুরে চিকিৎসকের ওপর হামলার অভিযোগে আটক ১

আটককৃতের বিরুদ্ধে এক ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত ও হাসপাতালের যন্ত্রপাতি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
স্টার অনলাইন গ্রাফিক্স

জামালপুর জেনারেল হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

হাসপাতালের সহকারী পরিচালক মাহফুজুর রহমান চিকিৎসককে লাঞ্ছিত ও হাসপাতালের যন্ত্রপাতি ভাঙচুরের অভিযোগে আজ মঙ্গলবার সকালে মামলা করার পর তাকে আটক করা হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবির দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এজাহারে বলা হয়, জামালপুর পৌর এলাকার রশিদপুর গ্রামের গুল মাহমুদকে সোমবার মধ্যরাতে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক ঘণ্টা পর রোগী মারা গেলে, তার ছেলে হায়দার আলী কর্তব্যরত চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ আনেন এবং হাসপাতালের বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর শুরু করেন। 

এ সময় তিনি হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ ঘটনায় হায়দার আলীকে আটক করে পুলিশ।

ওসি মহব্বত কবির জানান, 'অভিযোগ পাওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে।

Comments