সগিরা মোর্শেদ হত্যায় ২ জনের যাবজ্জীবন

১৯৮৯ সালের ২৫ জুলাই গুলি করে হত্যা করা হয় সগিরা মোর্শেদকে
সগিরা মোর্শেদ। ছবি: সংগৃহীত

৩৪ বছর আগে দায়ের করা সগিরা মোরশেদ হত্যা মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মোহাম্মদ আলী হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন আনাস মাহমুদ ওরফে রেজওয়ান ও ভাড়াটে খুনি মারুফ রেজা।

বিচারক দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন, অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া সগিরা মোর্শেদের ভাশুর হাসান আলী চৌধুরী, তার স্ত্রী সায়েদাতুল মাহমুদা শাহিন এবং মন্টু নামে আরেকজনকে খালাস দেওয়া হয়েছে।

মোট ১৭ জন সাক্ষী আদালতে তাদের জবানবন্দি দিয়েছেন।

১৯৮৯ সালের ২৫ জুলাই মেয়ে সাহারাতকে নিয়ে রিকশায় করে রাজধানীর বেইলি রোডের ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে যাচ্ছিলেন সগিরা (৩৪)।

এসময় স্কুলের সামনে ছিনতাইকারীরা সগিরাকে গুলি করেন।

ওই দিনই রমনা থানায় অজ্ঞাতদের আসামি করে নিহতের স্বামী আব্দুস সালাম চৌধুরী বাদী হয়ে মামলা করেন।

 

Comments