যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

সোমবার দুপুরে মাদ্রাসার এক আবাসিক ছাত্রীকে ধর্ষণ করেন ওই শিক্ষক। 
স্টার ডিজিটাল গ্রাফিক্স

যশোরে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করেছে র‍্যাব।

আটক শাহাদাৎ হোসেন যশোর শহরের আরবপুর পাওয়ার হাউজ এলাকার মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক।

আজ বুধবার ভোরে ঝালকাঠি জেলা থেকে তাকে আটক করা হয়।

যশোর র‌্যাব-৬ অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।  

গত সোমবার দুপুরে মাদ্রাসার এক আবাসিক ছাত্রীকে ধর্ষণ করেন ওই শিক্ষক। 

ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি তার মাকে জানালে তিনি মাদ্রাসার অন্যান্য শিক্ষকদের সঙ্গে আলোচনা করে যশোর কোতোয়ালী থানায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। 

র‍্যাব জানায়, মামলার পরপর প্রধান শিক্ষক শাহাদাৎ হোসেন তার পরিবার  নিয়ে যশোর ছেড়ে পালিয়ে যান। গোপন সূত্রে খবর পেয়ে ঝালকাঠিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। 

Comments