যশোরে ‘ডিবি পরিচয়ে’ ২ ব্যবসায়ীকে অপহরণ ও ছিনতাই 

বুধবার রাতে ৭ ছিনতাইকারীকে আটক করে ডিবি পুলিশ। ছবি: সংগৃহীত

যশোরে ডিবি পুলিশ পরিচয়ে দুই ব্যবসায়ীকে অপহরণ করে সাড়ে ৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ৭ ছিনতাইকারীকে আটক করেছে ডিবি পুলিশ।

যশোর ডিবি (গোয়েন্দা) পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সবজি ব্যবসায়ী সোহাগ হোসেন ও হাবিবুর রহমান গত ১৬ মার্চ বাসে যশোর যাচ্ছিলেন। বাসটি যশোরের চাঁচড়া এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন তাদের বাস থেকে নামায়।

পরে তারা দুই ব্যবসায়ীকে প্রাইভেটকারে যশোরের কেশবপুরে নিয়ে যায় এবং তাদের কাছ থেকে সাড়ে ৪ লাখ টাকা ছিনতাই করে।

এ ঘটনায় ওই দুই ব্যবসায়ী যশোর কোতোয়ালি থানায় মামলা করেন। 

পরে বুধবার রাতে যশোর শহরে অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়। ছিনতাই হওয়া টাকার মধ্যে ২ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আটককৃতরা হলেন-যশোরের শার্শা উপজেলার পিয়াস হাসান (২৪), ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার হারুনুর রশিদ (৩৩), যশোরের চৌগাছা উপজেলার ইশতিয়াক আহমেদ (২৪), যশোর সদর উপজেলার রাশেদ হাওলাদার (২৮), শার্শা উপজেলার সোহেল আহমেদ বাবু (৩২), উজ্জ্বল হোসেন (৩০) ও হাফিজুর রহমান (৩২)।

আটককৃতদের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। মামলার পর তাদের আদালতে হাজির করা হয়েছে বলে জানায় পুলিশ।

Comments

The Daily Star  | English

Inflation rises to 10.87 percent in October from 9.92 percent in September

Inflation rises to 10.87 percent in October from 9.92 percent in September

1h ago