যশোরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শিমুল হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে সদর উপজেলার গোবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিমুল গোবিলা গ্রামের মোখলেছুর রহমানের ছেলে। তিনি সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, কয়েকদিন আগে স্থানীয় সজীব ও বুলবুল তাকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছিলেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে চার-পাঁচজনের দল শিমুলের ওপর হামলা চালায়। প্রথমে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়, পরে শিমুলকে এলোপাথারি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী হাসান তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে আসা শিমুলের ভাই রাকিব হোসেন বলেন, 'এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। কিশোর গ্যাং সদস্য সজীব ও বুলবুলের নেতৃত্বে এই হত্যাকাণ্ড ঘটেছে।'
এ ঘটনায় জড়িতদের দ্রুত আটকের দাবি জানান তিনি।
এদিকে হত্যার খবর পেয়ে পুলিশের একাধিক দল ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।
যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, 'যুবলীগের সাধারণ সম্পাদক শিমুল হোসেনকে হত্যার ঘটনায় পুলিশ অভিযান শুরু করেছে। প্রাথমিক তদন্তে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। কিশোর গ্যাংয়ের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।'
Comments