ইতালিতে ঝগড়ার জেরে কিশোরগঞ্জে সংঘর্ষ, নিহত ১

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুন
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ইতালিতে ঝগড়ার জেরে কিশোরগঞ্জের অষ্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন।

গতকাল শুক্রবার বিকেলে অষ্টগ্রামের আব্দুল্লাহপুর ইউনিয়নের উত্তর আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত এক্তার মিয়া ওই গ্রামের ছমেদ আলীর ছেলে।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আব্দুল্লাহপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও সাবেক চেয়ারম্যান মুক্তার খান গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। সম্পর্কে তারা চাচাতো ভাই।

আনোয়ার চেয়ারম্যানের এক ভাই ও মুক্তার খানের এক আত্মীয় ইতালিতে থাকেন। সম্প্রতি ইতালিতে তাদের মধ্যে টাকা নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে অষ্টগ্রামে তাদের নিজ বাড়িতে বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। বিষয়টি মারামারির পর্যায়ে যাওয়ার আগে পুলিশ ও স্থানীয়রা দুই পক্ষকে মিলিয়ে দেন।

কিন্তু শুক্রবার বিকেলে দুই পক্ষই ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় এক্তার মিয়াকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকটি ঘর ও দোকান ভাঙচুর করা হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় একজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৩ জনকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
 

Comments