পাবনায় ট্রাকচালককে পিটিয়ে হত্যা

পাবনায় এক ট্রাকচালককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার সকালে আতাইকুলা থানার জোয়ারদহ গ্রামের একটি বাগান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার নাম আব্দুর রউফ (৫০), তিনি পেশায় একজন ট্রাকচালক।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'বৃহস্পতিবার ভোরে জোয়ারদহ গ্রামে একটি লিচু বাগানে মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের, মুখে, ঘাড়ে এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় ধারনা করা হচ্ছে তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।'
নিহতের পরিবারের বরাতে তিনি আরও বলেন, 'বুধবার সন্ধ্যা থেকে রউফকে খুজে পাওয়া যাচ্ছিল না। রাত ১০টার দিকে তার মোবাইল সেটটিও বন্ধ পাওয়া যায়।
পরকীয়া প্রেমের জেরে রউফকে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে। তবে সেটি তদন্তের স্বার্থে। এখনই তার ব্যাপারে কোনো তথ্য দেওয়া যাবে না।'
Comments