সাবেক আইজিপি বেনজীরের সম্পদ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ অনুসন্ধান চেয়ে রিট
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সম্পদের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।
আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. সালাহ উদ্দিন রিগ্যান আবেদনকারী হিসেবে এই রিট করেন।
ওই রিটে 'বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ' ও 'বনের জমিতে বেনজীরের রিসোট' শিরোনামে একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে।
এ বিষয়ে আইনজীবী মনোজ কুমার ভৌমিক দ্য ডেইলি স্টারকে বলেন, ওই দুই প্রতিবেদন প্রকাশের পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদককে আইনি নোটিশ পাঠানো হয়েছিল।
কিন্তু দুদক এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি উল্লেখ করে তিনি বলেন, 'দুদকের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে আমার মক্কেল এই রিট আবেদন করেছেন।'
আগামীকাল হাইকোর্টে রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে জানান তিনি।
Comments