মানিকগঞ্জে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২

মানিকগঞ্জে এক স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন।

গ্রেপ্তার দুইজন হলেন—মানিকগঞ্জ সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের সাব্বির হোসেন (২২) ও নয়াকান্দি গ্রামের মহিউদ্দিন (২০)।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, নবম শ্রেণির এক শিক্ষার্থী শনিবার বিকেলে ঘুরতে যায়। ফেরার পথে রাত সাড়ে নয়টার দিকে তাকে ভয়ভীতি দেখিয়ে নিয়ে যায় সাব্বির, মহিউদ্দিন ও জাহিদ নামে তিনজন। এরপর সাব্বির ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। স্থানীয়রা সেখানে উপস্থিত হলে তিনজনের মধ্যে দুইজন পালিয়ে গেলেও সাব্বিরকে আটক করা হয়। পরে সাব্বিরকে পুলিশে সোপর্দ করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, এ ঘটনায় স্কুলশিক্ষার্থীর নানি বাদী হয়ে ধর্ষণের অভিযোগে সাব্বির ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে অপর ‍দুইজনকে আসামিকে করে মামলা করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Comments

The Daily Star  | English

Yunus-Tarique meeting begins

Amir Khosru, Humayun Kabir accompany the BNP acting chairman to The Dorchester Hotel

22m ago