মানিকগঞ্জে শিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় আটক ৮ জন আ. লীগের সদস্য: পুলিশ

আগুনে বাড়ির আধপাকা এই কাচারিঘর এবং ঘরে থাকা অন্তত ৩০টি ভাস্কর্য এবং অন্যান্য জিনিস পুড়ে গেছে। ছবি: স্টার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের 'বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা'র মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় এখন পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।

তিনি আরও জানান, আটক সবাই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সদস্য।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দর গ্রামে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

আগুনে শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ির আধপাকা কাচারিঘর এবং ঘরে থাকা অন্তত ৩০টি ভাস্কর্য এবং অন্যান্য জিনিস পুড়ে যায়।

আজ মানবেন্দ্র ঘোষের বাড়ি পরিদর্শনে যান অতিরিক্ত ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। 

তিনি বলেন, 'শিল্পী ও তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তাদানে পুলিশ সদস্যরা সর্বোচ্চ সতর্ক আছে। দ্রুত সময়ের মধ্যে দোষীদের সবাইকে খুঁজে বের করে বিচারের মুখোমুখি করা হবে।'

ইতোমধ্যে ভাস্করশিল্পী মানবেন্দ্র ঘোষের পুড়ে যাওয়া ঘরটি পুননির্মাণে সরকার ব্যবস্থা নিয়েছে।

এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা বলেন, 'মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটিকে সরকার গুরুত্ব দিয়ে দেখছে। তদন্তকাজ শেষ হলে জেলা প্রশাসন, পুলিশসহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে শিল্পীর ইচ্ছা অনুযায়ী সেখানে ঘরটি পুননির্মান করা হবে।'

শিল্পী মানবেন্দ্র ঘোষ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার পরিবার আশঙ্কার মধ্যে রয়েছে এটা যেমন সত্য, তেমনি আমার শিল্পসত্ত্বা চরমভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি জানি না, ভবিষ্যতে আমি সচেতনভাবে শিল্পচর্চা করতে পারব কি না।'

'এ ঘটনাকে নিয়ে যেন রাজনীতি ও ধর্মীয়করণ না করা হয়। সংবাদ পরিবেশনের  ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে যেন সংবাদের কারণে আমরা আবার ক্ষতিগ্রস্ত না হই,' বলেন তিনি।

অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল বুধবার মানবেন্দ্র ঘোষ বাদী হয়ে অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা করেছেন।

Comments

The Daily Star  | English

Parts of JP HQ set on fire

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

3h ago