যৌথ বাহিনীর অভিযানের সফলতা আসছে: বিজিবি মহাপরিচালক

যৌথ বাহিনীর অভিযানের সফলতা আসছে: বিজিবি মহাপরিচালক
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

যৌথ বাহিনীর অভিযানের সফলতা আসছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

বান্দরবানের থানচি ও রুমা উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন শেষে আজ সোমবার বিকেলে রুমায় ৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

বিজিবি মহাপরিচালক বলেন, 'কেএনএফ সদস্যদের সীমান্ত অতিক্রম ঠেকাতে  বিজিবি সতর্ক অবস্থায় আছে এবং এই কেএনএফ সন্ত্রাসীরা যাতে করে ওই দিক দিয়ে কোনো ধরনের অপারেশন পরিচালনা করা কিংবা বর্ডার ত্যাগ করে তাদের পালিয়ে যাওয়া সম্ভব না হয়, সে জন্য বিজিবির প্রত্যেকটি সদস্য বদ্ধপরিকর।'

যৌথ বাহিনীর অভিযানের সফলতা আসছে জানিয়ে তিনি বলেন, 'একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে বা ব্যাংক ডাকাতির মতো দুঃসাহসিকতা দেখিয়ে কোনো সন্ত্রাসী গ্রুপ পার পেতে পারবে না এই সিগনালটি দেওয়াই মূল উদ্দেশ্য।'

Comments

The Daily Star  | English

IMF reaches agreement on $1.3 billion credit facility for Bangladesh

The global lender reaches agreement on third, fourth reviews of credit facility for the country

44m ago