কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে গভীর রাতে ঘর থেকে ১৭ বছরের এক কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার ভোরে আড়াইহাজার পৌরসভার একটি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
শুক্রবার সকালে ভুক্তভোগী নিজে বাদী হয়ে আড়াইহাজার থানায় অজ্ঞাতনামা ছয় জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন বলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানিয়েছেন।
মামলার বরাতে ওসি জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে দরজা ভেঙে ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে ভুক্তভোগী কিশোরীকে তুলে নেওয়া হয়। এ সময় পাশের ঘরে কিশোরীর বাবা-মা ঘুমাচ্ছিলেন। ওই কিশোরীকে পরে কাছের একটি খালি ঘরে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
ওসি জানান, ভুক্তভোগী পরিবারটি মুন্সিগঞ্জ এলাকার বাসিন্দা ছিল। তারা কয়েকমাস আগে এখানে বাড়ি তৈরি করে থাকা শুরু করে। এলাকায় নতুন হওয়ায় ভিকটিম আসামিদের কাউকে চিনতে পারেনি। পুলিশ গুরুত্ব দিয়ে ঘটনাটি তদন্ত করছে। আসামিদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
স্থানীয় পৌর কাউন্সিলর মোমেনুল হক শুভ বলেন, 'ঘটনাটি খুবই মর্মান্তিক। ভুক্তভোগী পরিবারটির বাড়ি নদীর ধারে। ওই এলাকায় নেশাগ্রস্ত যুবকরা রাতভর আড্ডা দেয়। ওরা এটা ঘটাতে পারে বলে ধারণা করছি।'
তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা করা যায়নি জানিয়ে ওসি আহসান বলেন, 'শুক্রবার ছুটির দিন হওয়ায় হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করা যায়নি। ভিকটিম এখন পুলিশের হেফাজতে আছে। শনিবার সকালে পরীক্ষা করা হবে।'
Comments