সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার দ্য ডেইলি স্টারের সাভার সংবাদদাতা

সাভারে একটি সিরামিক কারখানার মালিকদের বিরোধের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে মারধর করা হয়েছে দ্য ডেইলি স্টারের সাভার সংবাদদাতা আকলাকুর রহমান আকাশকে।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে। পেশাগত দায়িত্ব পালনে ভাগলপুর এলাকার বেঙ্গল ফাইন সিরামিকস লিমিটেডের কারখানায় ভাঙচুরের ছবি তুলতে গেলে আকাশের ওপর হামলা হয়।

মারধরে আকাশের মুখ, চোখ, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়েছে। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার শারীরিক অবস্থা সম্পর্কে এনাম মেডিকেলের চক্ষু বিভাগের প্রধান অধ্যাপক মোতাহার হোসেন বলেন, 'ওনার চোখের চারপাশে রক্তক্ষরণ হয়েছে এবং কর্ণিয়ার মাঝের একটি অংশ উঠে গেছে। চোখের ভেতরে আরও কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না সেটা জানার জন্য পরীক্ষা করা হবে।'

আকাশের বরাত দিয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদক নোমান মাহমুদ বলেন, 'দীর্ঘদিন ধরেই এই কোম্পানির মালিকানা নিয়ে বিরোধ চলছিল। আজ কাল সাড়ে ৯টার দিকে লাঠিসোঁটা নিয়ে মালিকদের একটি গ্রুপ তাদের লোকজনসহ জোরপূর্বক কারখানায় ঢুকে ভাঙচুর চালায় এবং শ্রমিকদের বের করে দেয়।'

তিনি বলেন, 'এ খবর জানতে পেরে ঘটনাটি কভার করতে সেখানে যান আকাশ। তিনি ভাঙচুরের ছবি তোলার সময় লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা করা হয় এবং মারধর করে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।'

আকাশ বলেন, 'হামলাকারীদের একজন চিৎকার করে বলেছিলেন, "আপনি ছবি তুলেছেন কেন?"'

আকাশের ওপর হামলা হয়েছে দেখতে পেয়ে অন্য গণমাধ্যমের সহকর্মীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। তাকে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেও পরে উন্নত চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে আমরা হাসপাতালে গিয়েছিলাম। লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English
shutdown at Jagannath University

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

4h ago