উদয়ন এক্সপ্রেসে তরুণীকে ধর্ষণের চেষ্টা, ৩ ক্যাটারিং কর্মী গ্রেপ্তার

সিলেট থেকে ঢাকাগামী চলন্ত উদয়ন এক্সপ্রেসে এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওই ট্রেনের ক্যাটারিং সার্ভিসের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে সরকারি রেলওয়ে পুলিশ (জিআরপি)।

গ্রেপ্তার তিন জন এস এ করপোরেশনের কর্মী। প্রতিষ্ঠানটি ট্রেনে খাবার সরবরাহের জন্য দায়িত্বপ্রাপ্ত।

পুলিশ জানায়, বুধবার ভোরে চট্টগ্রামগামী ট্রেনটিতে তিন কর্মী ভুক্তভোগী তরুণীকে খাবার বগিতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের পুলিশ সুপার (এসপি) হাসান চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'অভিযোগ পাওয়ার পর সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।'

'ভুক্তভোগীর বয়স প্রায় ২০ বছর। পুলিশ অভিযুক্তদের আদালতে পাঠিয়েছে,' তিনি যোগ করেন।

বিস্তারিত জানতে চট্টগ্রাম স্টেশনের জিআরপি থানার ওসিকে সাতবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

Comments