মানিকগঞ্জে গরু চুরি, দায়িত্বে অবহেলায় ২ এসআইসহ ৪ পুলিশ প্রত্যাহার

সাটুরিয়া থানার ৪ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গরু চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। 

আজ বুধবার বিকেলে মানিকগঞ্জের (সদর সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন—এসআই আল আমিন ও জালাল উদ্দিন এবং কনস্টেবল দোলন ও হালিম। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পারতিল্লী এলাকায় গত ২৬ জুন রাত ১০টার দিকে নিফাজ উদ্দিনের বাড়ি থেকে ৪টি গরু চুরি হয়।

পরে, নিফাজ উদ্দিন বাদী হয়ে গত ২৮ জুন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন। 

এদিকে, একই গ্রামে একই সময় রহিম উদ্দিনের বাড়ি থেকে আরও ৩টি গরু চুরি হয়। 

আবার বালিয়াটি ইউনিয়নে আলতাফ হোসেনের বাড়ি থেকে দুটি গরু চুরি হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান ডেইলি স্টারকে বলেন, 'সাটুরিয়া থানার সাব-ইন্সপেক্টর আল আমিন, কনস্টেবল দোলন ও কনস্টেবল হালিম ২৬ জুন রাতে তিল্লী ইউনিয়নে টহল ডিউটিতে ছিলেন। আর ওই ইউনিয়নের বিট পুলিশিং অফিসার সাব-ইন্সপেক্টর জালাল উদ্দীন।'

'দায়িত্বে অবহেলার কারণে ১ জুলাই রাতে তাদের থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে,' বলেন তিনি।
 

Comments

The Daily Star  | English

At least 34 killed as Pakistan-India tensions intensify

26 killed in Pakistan, 8 killed in Indian Kashmir in shelling from both sides

6h ago