২১২ শতাংশ জমি, ৪ ফ্ল্যাটসহ মতিউর পরিবারের সব সম্পত্তি জব্দের আদেশ

ফাইল ছবি

দুর্নীতির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি জব্দ করার আদেশ দিয়েছেন আদালত।

তার পরিবারের অন্য সদস্যরা হলেন—মতিউরের স্ত্রী ও নরসিংদীর রায়পুরার উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকী, তাদের ছেলে আহমেদ তৌফিকুর রহমান ও মেয়ে ফারজানা রহমান ঈপশিতা এবং মতিউরের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিউলী।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক ও তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

আবেদনে দুদকের এই কর্মকর্তা বলেন, মতিউর রহমান ও তার পরিবারের সদস্যরা সম্পত্তি হস্তান্তর ও অর্থপাচারের চেষ্টা করছেন। তাই তাদের এ ধরনের চেষ্টা থেকে বিরত রাখতে আদালতের আদেশের প্রয়োজন।

স্থাবর সম্পদের মধ্যে রয়েছে—ঢাকার সাভার, ময়মনসিংহের ভালুকা, গাজীপুর, নাটোরের সিংড়া ও নরসিংদীর শিবপুরে মোট দুই হাজার ২১২ দশমিক ৩৫ শতাংশ জমি এবং ঢাকার মিরপুরের চারটি ফ্ল্যাট (মোট সাত হাজার ২৪৮ বর্গফুট)।

অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে—১৩ কোটি ৪৪ লাখ ৩৬ হাজার ৪৭১ টাকা, যা দেশের ১১৬টি ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে।

একইসঙ্গে ১১৬টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশও দিয়েছেন আদালত।

তারা বিভিন্ন ব্রোকারেজ হাউসের ২৩টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবও খুলেছে।

দুদকের পক্ষে আবেদনটি করেন সংস্থাটির পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

গত ২৪ জুন একই আদালত দুর্নীতির অভিযোগে মতিউর রহমান, লায়লা ও তৌফিকুরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

এর আগে তাদের বিরুদ্ধে অবৈধ উপায়ে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করে দুদক।

Comments

The Daily Star  | English

5,500 new govt jobs likely

The government is likely to approve the creation of over 5,500 new posts across various ministries and agencies today, following proposals submitted by at least 10 ministries and divisions, officials said.

8h ago