সাবেক পানিসম্পদ মন্ত্রী রমেশ সেনকে তুলে নিয়েছে পুলিশ

পরিবারের সদস্যদের দাবি, রমেশ চন্দ্র সেনের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো থানায় মামলা হয়নি।
রমেশ চন্দ্র সেন। ছবি: সংগৃহীত

সাবেক পানিসম্পদ মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে তুলে নিয়ে গেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া রামনাথ গ্রামে নিজ বাড়ি থেকে পুলিশের একটি দল তাকে তুলে নিয়ে যায়।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল দ্য ডেইলি স্টারকে জানান, সাবেক সংসদ সদস্যের বাড়িতে পুলিশের অভিযানের খবর পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছিলেন।

'গতকাল রাত সোয়া ১০টার দিকে এই অভিযান চালানো হয়। যারা অভিযান চালাচ্ছিলেন, তারা পুলিশ সদর দপ্তর থেকে এসেছেন বলে জানান। তারা বলেন, রাজনীতিবিদ রমেশ চন্দ্র সেনকে তার নিরাপত্তার জন্য নিয়ে যেতে এসেছেন,' বলেন ওসি।

রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি রানী সেন সাংবাদিকদের বলেন, 'সাদা পোশাকে পুলিশের একটি দল বাড়িতে এসে আমাকে বলেছিল যে তারা তাকে আধাঘণ্টা রেখে ফিরিয়ে দেবে।'

'তিনি অসুস্থ থাকায় আমি বারবার অনুরোধ করেছিলাম তাকে না নিয়ে যেতে। কিন্তু কেউ আমার কথা শুনলো না,' বলেন অঞ্জলি।

অভিযানের বিষয়ে জানতে বারবার কল করা হলেও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক তা রিসিভ করেননি।

আটকের পরপরই রমেশ চন্দ্র সেনকে দড়ি দিয়ে বাঁধা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পরে।

পরিবারের সদস্যদের দাবি, তারা যতটুকু জানেন, রমেশ চন্দ্র সেনের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো থানায় মামলা হয়নি।

Comments