১৩ বছর আগের ঘটনায় হারুন-বিপ্লবসহ অজ্ঞাতনামা ২৫ জনের বিরুদ্ধে জয়নুল আবদিন ফারুকের মামলা
প্রায় ১৩ বছর আগে ২০১১ সালের ৬ জুলাই জাতীয় সংসদ ভবনের সামনে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হন বিএনপির তৎকালীন চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
এই ঘটনায় ঢাকা মহানগর পুলিশের তৎকালীন অতিরিক্ত উপ-কমিশনার (বর্তমানে অতিরিক্ত কমিশনার) হারুন অর রশীদ ও তৎকালীন অতিরিক্ত উপ-কমিশনার (বর্তমানে যুগ্ম কমিশনার) বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা।
রাজধানীর শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব দে দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ এবং ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ২০১১ সালের ৬ জুলাই সকাল ৭টা ৫০ মিনিটের দিকে হরতালের সমর্থনে ফারুক এবং তৎকালীন সংসদ সদস্য সৈয়দা আশরাফি পাপিয়া, শাম্মী আক্তার ও এবিএম আশরাফ উদ্দিনসহ বিএনপির অন্য সমর্থকরা মিছিল বের করার চেষ্টা করেন। সেই সময় হারুন ও বিপ্লবের নেতৃত্বে ২০-২৫ জন পুলিশ সদস্য মিছিলে বাধা দেওয়ার চেষ্টা এবং দুর্ব্যবহার শুরু করেন।
এজাহারে আরও বলা হয়, বিএনপি নেতারা পুলিশকে সংযত আচরণ করতে বললে হারুন ও বিপ্লব হত্যার উদ্দেশ্যে লাঠি দিয়ে ফারুকের মাথায় আঘাত করে।
বাদী আরও উল্লেখ করেছেন যে, সেই সময় তিনি 'নাম ভবন'র দিকে দৌড়ে হামলা থেকে বাঁচার চেষ্টা করেছিলেন। কিন্তু অভিযুক্তরা (হারুন ও বিপ্লব) ফারুককে রাস্তায় টেনে নিয়ে যায় এবং তার বুকে পিস্তল ধরে হত্যার হুমকি দেয়।
Comments