আদালত প্রাঙ্গণে দীপু মনি ও জয়ের ওপর হামলার অভিযোগ

পুলিশি প্রহরার মধ্যেই তাদের ওপর হামলা হয় বলে অভিযোগ উঠেছে। ইনসেটে দীপু মনি ও আরিফ খান জয়।

রিমান্ড শুনানি শেষে ঢাকার একটি আদালত থেকে কারাগারে নেওয়ার পথে আদালত প্রাঙ্গণে হামলা হয়েছে সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ওপর।

আজ মঙ্গলবার এই ঘটনা ঘটে।

আদালত সূত্রে জানা গেছে, রিমান্ড আবেদনের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত দীপু মনির চার দিনের ও জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরপর তাদের কারাগারে নেওয়ার সময় একদল উচ্ছৃঙ্খল জনতা তাদের ওপর হামলা করেন। সেই সময় তারা 'খুনি, খুনি, ফাঁসি চাই'সহ নানা ধরনের স্লোগানও দেন।

ঘটনাস্থলে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক একজন দ্য ডেইলি স্টারকে বলেন, দীপু মনি ও আরিফ খান জয়কে আদালতে আনা-নেওয়ার সময় একদল লোক তাদের ওপর হামলা করেন।

নাম প্রকাশ না করার শর্তে আরেকজন ডেইলি স্টারকে বলেন, আদালত প্রাঙ্গণে এ ধরনের কোনো ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত। বিষয়টি মোটেও ঠিক হয়নি।

Comments

The Daily Star  | English

New Tk 100 banknote to be released next week

The new note will be similar in size to existing one

37m ago