থানায় ১৩ ঘণ্টা অপেক্ষার পর প্রিয় হত্যা মামলা নিলো পুলিশ

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, থানায় তদন্ত কর্মকর্তা না থাকায় দেরি হয়েছে।
তাহির জামান প্রিয়। ছবি: সংগৃহীত

সাংবাদিক তাহির জামান প্রিয় নিহতের ঘটনায় থানায় ১৩ ঘণ্টা অপেক্ষা করার পরে মামলা নথিভুক্ত করেছে পুলিশ।

থানা থেকে বের হয়ে মঙ্গলবার দিবাগত রাতে প্রিয়র বোন তাসফিয়া আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় পুলিশ মামলা নথিভুক্ত করেছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত হন সাংবাদিক তাহির জামান প্রিয় (২৮)।

ওই ঘটনায় হত্যা মামলা দায়ের করতে মঙ্গলবার সকাল ১১টায় প্রিয়র মা সামসি আরা জামান, তার বোন তাসফিয়া আলমসহ আরও কয়েকজন নিউমার্কেট থানায় গিয়েছিলেন।

তাসফিয়া ডেইলি স্টারকে জানান, আসামি তালিকায় পুলিশ কর্মকর্তার নাম থাকায় তাদের মামলা নথিভুক্ত করা হচ্ছে না।

পুলিশ মামলা নথিভুক্ত না করায় প্রিয়র পরিবার ও বন্ধুরা প্ল্যাকার্ড হাতে থানার সামনে অবস্থান নেন।

তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, থানায় তদন্ত কর্মকর্তা না থাকায় দেরি হয়েছে।

প্রিয়র মা সামসি আরা জামান বাদী হয়ে নিউমার্কেট থানায় দণ্ডবিধির ৩০২, ১১৪ ও ১০৯ ধারায় মামলাটি দায়ের করেন। মামলা নম্বর-৩, তারিখ ২১ আগস্ট।

এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপির সাবেক উপকমিশনার (রমনা জোন) মোহাম্মদ আশরাফ ইমাম, ডিএমপির এডিসি (নিউমার্কেট জোন) হাফিজ আল আসাদ, ডিএমপির এডিসি (নিউমার্কেট জোন) মো. রেফাতুল ইসলাম রিফাত ও নিউমার্কেট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলামকে আসামি করা হয়েছে।

এছাড়া, এই মামলায় অজ্ঞাতনামা আরও ৪০ জন আসামি রয়েছেন।

Comments

The Daily Star  | English

Switzerland assures cooperation in repatriating illegal assets of Bangladeshis

Switzerland has pledged to fully cooperate in repatriating illegal money deposited by Bangladeshi nationals in Swiss banks, in accordance with international standards and procedures

21m ago