সাবেক প্রতিমন্ত্রী ও চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩

এ বি তাজুল ইসলাম, মোহাম্মদ সোহায়েল ও আহমদ হোসেন। ছবি: সংগৃহীত

সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম, চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান ও র‍্যাবের সাবেক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানায়, আহমদ হোসেনকে রাজধানীর রামপুরা ও মোহাম্মদ সোহায়েলকে বনানী থেকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা শাখার (ডিবি) এক কর্মকর্তা জানান, এ বি তাজুল ইসলামকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Comments