আশুলিয়ায় হকার হত্যার ঘটনায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে মামলা
শিক্ষার্থীদের আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় শাহাবুল ইসলাম শাওন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মামলার অন্য আসামিদের মধ্যে আছেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও তালুকদার মোহাম্মদ তৌহিদ জং মুরাদ, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিবির সাবেক প্রধান হারুন অর রশীদ এবং ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান।
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা চৌধুরী হিমেলের আদালতে আজ বৃহস্পতিবার মামলাটি করেন অ্যাডভোকেট হান্নান ভূঁইয়া।
শুনানি শেষে ম্যাজিস্ট্রেট অভিযোগকারীর জবানবন্দি রেকর্ড করেন এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সেটি এফআইআর হিসেবে নথিভুক্ত করতে বলেন।
মামলায় বাদী উল্লেখ করেন, গত ৪ আগস্ট দুপুর আড়াইটার দিকে আশুলিয়ার বাইপাইল মোড়ে কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন শাওন।
Comments