চনপাড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

গতকাল শনিবার রাত ৮টার দিকে চনপাড়ার ৭ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
dead body
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল শনিবার রাত ৮টার দিকে চনপাড়ার ৭ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।

নিহত মো. জিহাদ (২২) ওই এলাকার মো. জামালের ছেলে।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন বলেন, পুরোনো দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের লোকজন ছুরিকাঘাতে ওই তরুণকে গুরুতর জখম করে। রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় আজকে সকাল পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

Comments