কুড়িগ্রামে হাসিনা-কাদেরের বিরুদ্ধে মানহানি মামলা

‘আদালত মামলাটি গ্রহণ করে উলিপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।’
শেখ হাসিনা ও ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হককে আসামি করে মানহানি মামলা হয়েছে।

আজ রোববার দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (উলিপুর আমলি আদালত) মামলাটি করেন কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য ও দৈনিক যায়যায় দিন পত্রিকার উলিপুর উপজেলা প্রতিনিধি মনজুরুল কাদের মমিনুল। আদালত মামলাটি আমলে নিয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার আবেদনে বাদী বলেছেন, উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) ডা. রেজওয়ানুল হক একজন সরকারি কর্মচারীও হয়ে রাজনৈতিক কর্মী হিসেবে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ নির্দেশে আওয়ামী লীগের এজেন্ট হিসেবে কাজ করে আসছেন। ২০২৪ সালের ১৫ মে উলিপুর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আয়োজিত একটি মতবিনিময় সভায় মামলার বাদী মনজুরুল কাদের মমিনুল উপস্থিত ছিলেন। মমিনুল বিএনপি দলীয় হওয়ায় ইউএলও ডা. রেজওয়ানুল হক তাকে ও জাতীয়তাবাদী দল বিএনপিকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করেন। গালিগালাজের কারণ জানতে চাইলে ইউএলও বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করেন। এমনকি দল হিসেবে বিএনপির জন্ম নিয়েও আপত্তিকর মন্তব্য করেন। সভায় উপস্থিত ব্যক্তিদের সম্মুখে এমন গালিগালাজের ঘটনায় সমাজে বাদী এবং তার দলের নেতা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার যথেষ্ট মানসম্মানের ক্ষতি হয়েছে, যা বাংলাদেশের মুদ্রায় ১০ কোটি টাকাতেও পূরণ করা সম্ভব নয়।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, 'আদালত মামলাটি গ্রহণ করে উলিপুর থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন।'

Comments

The Daily Star  | English

The daily star-ipdc unsung women nation builders award-2023: Hats off to grassroots women trailblazers

Five grassroots women were honoured at the seventh edition of the Unsung Women Nation Builders Award-2023 yesterday evening for their resilience and dedication that empowered themselves and brought about meaningful changes in society.

25m ago