ইয়ামিন হত্যা মামলায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফী ৫ দিনের রিমান্ডে

ইয়ামিন মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী ছিলেন।
আব্দুল্লাহিল কাফী
আব্দুল্লাহিল কাফী | ছবি: প্রথম আলোর সৌজন্যে

সাভারে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শেখ আশাবুল ইয়ামিন হত্যা মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

ইয়ামিন মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) শিক্ষার্থী ছিলেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ২৮ জুলাই পুলিশের গুলিতে তিনি নিহত হন।

সাভার থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বিশ্বাস আজ বৃহস্পতিবার কাফীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জুলহাস উদ্দিন পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এরইমধ্যে ২০১৯ সালে ইঞ্জিনিয়ার আরিফ মাইনুদ্দিনকে অপহরণের অভিযোগে হাজারীবাগ থানায় দায়ের করা একটি মামলায় আট দিনের রিমান্ড শেষে কাফীকে ঢাকার আরেকটি আদালতে হাজির করা হয়।

 

Comments

The Daily Star  | English

Bangladesh ranks 84th among 127 countries in Global Hunger Index

The level of hunger in Bangladesh this year has been categorised as "moderate"

39m ago