আরেক মামলায় গ্রেপ্তার সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৬ আগস্ট রাজধানীর উত্তরা হাউস বিল্ডিং ও ফিনান্স করপোরেশনের সামনে পোশাক শ্রমিক আব্দুল আজিজ নিহতের ঘটনায় দায়ের মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) সজল চন্দ্র পালের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান এই আদেশ দেন।
সাবেক ছাত্রদল নেতা নুরুজ্জামান জনির হেফাজতে মৃত্যুর মামলায় সাত দিনের রিমান্ড শেষে এদিন আছাদুজ্জামানকে আদালতে হাজির করা হয়।
নাশকতার মামলায় গ্রেপ্তারের একদিন পর ২০১৫ সালের ২০ জানুয়ারি খিলগাঁও থানা ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক জনি পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হন।
আবেদনে তদন্তকারী কর্মকর্তা বলেন, 'আছাদুজ্জামান জনি হত্যাকাণ্ডের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা যাচাই করা হচ্ছে। তাই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা হোক।'
ছেলে হত্যার ঘটনায় জনির বাবা ইয়াকুব আলী বাদী হয়ে গত ২ সেপ্টেম্বর ১৩ জন বর্তমান ও সাবেক পুলিশ কর্মকর্তাসহ ৬২ জনের বিরুদ্ধে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন। আসামিদের তালিকায় আছাদুজ্জামানও রয়েছেন।
গত ১১ সেপ্টেম্বর রাজধানীর মহাখালী এলাকা থেকে আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল।
Comments