ছাত্র আন্দোলনে নিহতদের ‘জাতীয় বীর’ ঘোষণা কেন নয়, হাইকোর্টের রুল

রুলে হতাহতদের পরিবারকে পুনর্বাসন এবং আহত ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একাত্তরের মুক্তিযোদ্ধাদের মতো মাসিক সুবিধা কেন দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত।
দূষণে আমরা আতঙ্কিত: হাইকোর্ট
সুপ্রিম কোর্টের ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের 'জাতীয় বীর' এবং আহত ও গ্রেপ্তার হওয়া সবাইকে 'মুক্তিযোদ্ধা' হিসেবে কেন ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রুলে হতাহতদের পরিবারকে পুনর্বাসন এবং আহত ও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একাত্তরের মুক্তিযোদ্ধাদের মতো মাসিক সুবিধা কেন দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত।

চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা মোহাম্মদ আলী নাজির শাহীনের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট রায়হান আলম।

Comments

The Daily Star  | English

RMG factory owners accept all 18 demands of workers

The garment factory owners have agreed to raise the workers’ attendance bonus by Tk 225 and tiffin and night allowance by Tk 10 to restore normalcy in the production units

1h ago